ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর উদ্যোগে ময়মনসিংহে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর কাচারিঘাটস্থ মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয় চত্বরে এসব কম্বল বিতরণ করেন এফবিসিসিআই সহসভাপতি ও দি ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম সিআইপি। এসময় তিনি ৪ হাজার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন আরিফ, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমনাথ সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ