তথ্য-প্রযুক্তি উন্নতির সাথে সাথে এগিয়ে যাচ্ছে স্বাস্থ্যসেবা। চিকিৎসা ক্ষেত্রে উন্মোচিত হচ্ছে সম্ভাবনার নতুন দ্বার। উন্নত চিকিৎসা সেবা নিতে ঘরে বসেই নেয়া যাবে দেশের খ্যাতনামা চিকিৎসকের সেবা ও পরামর্শ। ভার্চুয়ালি কথা বলা যাবে চিকিৎসকের সাথে। এমনি সেবা ভার্চুয়ালি আয়োজন করেছে দেশ থেকে বিদেশে গিয়ে গবেষণারত চিকিৎসকদের সংগঠন নেক্সট জেন সংগঠন।
মঙ্গলবার বিকেলে ‘আমার স্বাস্থ্য আমার হাতে’ স্লোগান নিয়ে এ সংগঠনের আয়োজনে টাঙ্গাইলের মধুপুরে মেট্রো হসপিটালে ফ্রি এই ভার্চুয়াল মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পেইনে ভার্চুয়ালি সেবা ও পরামর্শ প্রদান করেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু নাঈম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও হৃদ রোগ বিশেষজ্ঞ ডা. চয়ন সিংহা। ক্যাম্পেইন থেকে সেবা প্রদান করেন মধুপুর মেট্রো হসপিটালের চিকিৎসক ডা. নাজমুল হাসান রনি ও ডা. সাইফ।
দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৪০ জন রোগীকে সেবা প্রদান করা হয়। পরবর্তী ক্যাম্পেইনে দিনব্যাপী সেবা প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছে।
বিডি প্রতিদিন/এমআই