রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নে বিউটি বেগম (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায়ন বিউটি বেগমের স্বামী আব্দুল লতিফ কাজী পলাতক রয়েছে। বুধবার দিবগত রাত ২টার দিকে বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামে এই ঘটনা ঘটে।
বিউটি বেগমের ভাই শাহিন মন্ডল বলেন, প্রায় ১২ বছর পূর্বে আব্দুল লতিফের সাথে বিউটির বিয়ে হয়। তাদের ১১ বছরের বছরের একটি মেয়ে ও চার বছর বয়সের ছেলে আছে। কয়েক বছর ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। মধ্যরাতে মেয়ের সামনে স্ত্রী বিউটিকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় লতিফ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিউটিকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম