১৯ জানুয়ারি, ২০২৩ ১৭:১২

পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

জয়পুরহাট প্রতিনিধি:

পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

জয়পুরহাটে নানার বাড়িতে বেড়াতে এসে অপূর্ব (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার পাঁচবিবি  উপজেলার কুয়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

অপূর্ব গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে রতন রবিদাসের ছেলে।

(ওসি) জাহিদুল হক জানান, অপূর্ব মাযের সাথে উপজেলার কুযাতপুর গ্রামে তার নানা শ্রীরামের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে শিশু অপূর্বকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। এরপর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়। পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর