জেলার কালিয়ায় একটি ইট বোঝাই ট্রলির নীচে পিষ্ঠ হয়ে রুবেল মোল্যা (৩৫) নামে এক সৌদি প্রবাসী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার চাদপুর গ্রামের মৃত আক্কাস মোল্যার ছেলে এবং সৌদি প্রবাসী। গত ১৫ দিন আগে তিনি ছুটিতে দেশে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর অড়াইটার দিকে রুবেল তার শ্যালক রাসেলকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে একটি ইটবোঝাই ট্রলিগাড়ি নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলসহ তাদেরকে কালিনগর মোড়ে চাপা দেয়। ঘটনাস্থলেই রুবেল নিহত হন। এ সময় সঙ্গে থাকা তার শ্যালক খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কেটলা গ্রামের মাসুদ মোল্যার ছেলে মো. রাসেল মোল্যা (১৮) আহত হন। আহতকে প্রথমে কালিয়ায় ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলার নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ