গাজীপুরে রাস্তার পাশে পড়ে থাকা এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন দেওলিয়াবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করেছে পুলিশ।
নিহতের নাম-আলমগীর আল মাসুদ (৪৫)। তিনি নওগাঁ সদরের শিশুলিয়া এলাকার মকবুল হোসেন মন্ডলের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনবাড়ি থানার এস আই মাইকেল বনিক জানান, বৃহস্পতিবার সকালে দেওলিয়া বাড়ি এলাকার রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহতের মুখমন্ডলে (চোয়ালে) আঘাতের চিহ্ন ও বাম হাত ভাঙ্গা রয়েছে। হাঁটুর সঙ্গে লুঙ্গি পেঁচানো ওই যুবকের পড়নে সাদা চেক সার্ট, সোয়েটার, জিন্সের প্যান্ট ও মোজা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় অথবা দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ