নাটোরের নলডাঙ্গায় তিন বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. তুহিন হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নলডাঙ্গা রেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তুহিন ওই এলাকার কোরবান আলীর ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে নলডাঙ্গা রেল কলোনি এলাকায় ওই শিশুটির মা তাকে বাড়ির আঙিনায় রেখে গোসল খানায় প্রবেশ করেন। আর শিশুটি খেলার ছলে বাড়ির বাইরে যায়। এসময় প্রতিবেশী কোরবানের ছেলে তুহিন শিশুটিকে ছোলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুটি কান্না ও চিৎকার দিলে তুহিন ঘটনাস্থল থেকে সটকে পড়ে। বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তুহিনকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় তুহিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই