২০ জানুয়ারি, ২০২৩ ২১:৩৪

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর

নাটোর প্রতিনিধি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর

প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে মো. শামসুল হক (৫৫) নামের এক পথচারী। শুক্রবার বিকেলে বলিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী উপজেলার হিজলি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সিংড়া-কলম আঞ্চলিক সড়কের বলিয়াবাড়ি এলাকায় 
হেঁটে পথ চলার সময় বালুবহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয় শামসুল হক। এতে ঘটনাস্থলেই মারা 
যান তিনি। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে 
ঘটনাস্থলেই মারা যায় পথচারী শামসুল হক। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর