২১ জানুয়ারি, ২০২৩ ০১:০৮

সাগরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

অনলাইন ডেস্ক

সাগরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

ফাইল ছবি

সীতাকুণ্ডে সাগর থেকে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুমিরা উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ কুমিরা ফাঁড়ির ইনচার্জ এসআই চান মিয়া বলেন, সন্ধ্যায় বঙ্গোপসাগরের কুমিরা-সন্দ্বীপ চ্যানেলে অজ্ঞাত এক মহিলার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী আমাদের খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে উপকূলে নিয়ে আসি।

তিনি আরও বলেন, মরদেহ সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত ওই নারীর ওই বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর