বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শুরুতে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব কার্যালয় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। ক্লাবের সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জসিম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম।
সভা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।
বিডি প্রতিদিন/নাজমুল