দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯৮টি মাদ্রাসা ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে এসব প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীর জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলা সদরের সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা ও মানিকপুর গ্রামের হাফেজ মোহাম্মদুল্লাহ ইসলামিয়া এতিমখানায় দুপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও প্রীতিভোজে বসুন্ধরা ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মায়মুন কবীর, ইনচার্জ মোশাররফ হোসেন, মো. শাহীন মিয়া ও মো. বাছির মিয়াসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় শিক্ষার্থীরা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ পরিবারের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধির জন্য দোয়া করেন।
বিডি প্রতিদিন/হিমেল