৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৩৫

পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন স্থগিত

পাবনা প্রতিনিধি:

পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন স্থগিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবাদমান অফিসার্স এসোসিয়েশনের দুই গ্রুপের মধ্যে সংঘাত এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন স্থগিত করে দিয়েছেন। পাবিপ্রবির অফিসার্স এসোসিয়েশনের দুই গ্রুপের পৃথক নির্বাচন কমিশন গঠন করে আলাদা নির্বাচনী তফসিল ঘোষণা করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন এক নোটিশের মাধ্যমে এই সংগঠনের পৃথক দুটি নির্বাচন স্থগিত ও গঠিত নির্বাচন কমিশন বালিত করেন। 

এ বিষয়ে কামাল হোসেন বলেন, একটি সংগঠনের পৃথক দুটি নির্বাচন কমিশন গঠন করে পৃথক নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের দিন ও সময় ঘোষণা করেন। যা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের গঠনতন্ত্র পরিপন্থি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের আইন শৃংখলার অবনতি হতে পারে বলে আশংকা থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত করেন। একই সাথে উভয় নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এক পক্ষের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জহুরুল ইসলাম, কমিশনাররা হলেন আব্দুল মজিদ, কানিজ ফাতেমা, রুবেল হোসেন ও অযাহিদুর রহমান। অপরপক্ষে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আমিনুল ইসলাম, কমিশনাররা হলো, টিপু সুলতান, সঙ্গীতা সিদ্দিকী, হোসেন আলী ও সিরাজুল ইসলাম। 
একপক্ষ ১৪ ফেব্রুয়ারি এবং অপরপক্ষ ২৫ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করে পৃথক পৃথক নির্বাচনী তফসিল ঘোষণা করেন। 

একাধিক কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা যায়, নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি পক্ষ প্রথম এ ধরনের কাজ করলে অফিসার্স এসোসিয়েশনের অন্য সদস্যরা মিলে তাদের অবৈধভাবে ও অগঠনতান্ত্রিক উপায়ে গঠিত নির্বাচন কমিশন বালিতের দাবি করে আরেকটি নির্বাচন কমিশন গঠন করে পৃথক তফসিল দেন। এ নিয়ে গত কয়েকদিন ক্যাম্পাসে কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দেন।

এ বিষয়ে পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, সাবেক সভাপতি হিসেবে আমি লজ্জিত, দেশের কোথাও এমনটি হয়নি। সকল কর্মকর্তাদের সমন্বয়ে নিরপেক্ষ ভাবে নির্বাচনের মাধ্যমে একটি কমিটি হোক এটি আমার কাম্য। কারো ব্যক্তি স্বার্থে সংগঠন পরিচালিত হোক সেটিই কাম্য নয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর