৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৪৩

চকরিয়ায় দুর্বৃত্তের হাতে গাড়ি চালক খুন

কক্সবাজার প্রতিনিধি

চকরিয়ায় দুর্বৃত্তের হাতে গাড়ি চালক খুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তের হাতে খুন হয়েছে বেলাল উদ্দিন নামে এক গাড়ি চালক। আজ বুধবার দুপুরে বেতুয়া বাজার ব্রিজের পূর্ব পার্শ্বে আনিসপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বেলাল উদ্দিন পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আনিস পাড়া এলাকার মোহাম্মদ মফজল (মজ্জান) ছেলে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানা পুলিশ জানায়, বেলালকে গতকাল রাতের কোন এক সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বেতুয়া বাজার ব্রিজের পূর্ব পাশে মরিচ ক্ষেতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। আজ দুপুরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে দুপুর দুই টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী লাশ উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর