আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে স্বপরিবারের খুনের মূল কারিগর জিয়াউর রহমান। তারেক রহমান শেখ হাসিনাকে হত্যার জন্য ১৪টি গ্রেনেড ছুড়েছিলো। খুনির রাজনৈতিক দল হলো বিএনপি। শুধু খুনি নয় স্বাধীনতা বিরোধী বিএনপি। ১৯৭৫ সালের পর স্বাধীনতার মূল্যবোধ ধ্বংস করে পাকিস্তানি কায়দায় দেশ পরিচালনার জন্য ব্যবস্থা নিয়েছিলো জিয়াউর রহমান।
তিনি আরো বলেন, বাংলাদেশের বয়স ৫৩ বছর, এর মধ্যে ৩০ বছর বিএনপি জামায়াত-জাতীয় পার্টি ক্ষমতায় ছিলো। তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। কারণ তারা পাকিস্তানপন্থী। বিএনপি স্বাধীনতা বিরোধীদের প্লাটফর্ম। তারা বাংলাদেশকে দুই ভাগে ভাগ করেছে। স্বাধীনতার পক্ষের শক্তি নিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে। আর স্বাধীনতার বিপক্ষের সমস্ত শক্তিকে বিএনপি নেতৃত্ব দিচ্ছে।
শনিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, মুন্সিগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফসারউদ্দিন ভূইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি পদে নির্বাচিত হন মো. আমিরুল ইসলাম, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুনসুর আহম্মেদ খান জিন্নাহ।
বিডি প্রতিদিন/হিমেল