২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩১

ভালুকায় যুবলীগ নেতার পদত্যাগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় যুবলীগ নেতার পদত্যাগ

মো. রফিকুল ইসলাম

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের ২ বারের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম পিন্টু যুবলীগ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে শনিবার কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাইলট স্কুল শাখা ছাত্রলীগের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

রফিকুল ইসলাম পিন্টু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। তৃণমূলে গুঞ্জন আছে, আওয়ামী লীগের রাজনীতি করবেন বলে যুবলীগ হতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি।

রফিকুল ইসলাম পিন্টু বলেন, দীর্ঘদিন যুবলীগের রাজনীতি করেছি। মান্যবর চেয়ারম্যান মহোদয় ও সাধারণ সম্পাদক মহোদয়ের প্রতি আনুগত্য রেখে যুবলীগের মঙ্গল কামনা করে রাজনীতি করেছি। বিগত জোট সরকারের আমলে আমি দীর্ঘদিন জেলহাজতে থেকেছি । কখনও দলের প্রয়োজনে নিজেকে গুটিয়ে রাখার রাজনীতি করিনি। আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আমি সাধারণ সম্পাদকপদে প্রার্থীতা ঘোষণা করেছি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর