মাগুরায় শহরতলীর নিজনান্দুয়ালী গোবরস্থান এলাকার নবগঙ্গা নদী থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবলু মোল্ল্যার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে নিজনান্দুয়ালী নবগঙ্গা নদীর পাড়ের একটি বাগানে বাবলু মোল্ল্যাসহ চারজন তাস খেলার সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে অপর তিনজন বাবলু মোল্ল্যাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়।
বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে লাশ পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে তার স্ত্রী থানায় একটি মামলা করেছে। বাবলু মোল্ল্যার বাড়ি শহরতলীর বরুনাতৈল গ্রামে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        