লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় একজনের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা জজ আদলতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম জহিরুল ইসলাম খোকন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঘোয়ারবাগ গ্রামের আব্দুল সহিদের ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, জুসের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মামাতো বোনকে অজ্ঞান করে অশ্লীল ভিডিও ধারণ করে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল জহিরুল ইসলাম খোকন। একপর্যায়ে আরও অশ্লীল ভিডিও দিতে বাধ্য করে। পরে গত ২০২০ সালের ১২ নভেম্বর ওই কিশোরীর আপত্তিকর ভিডিও তার স্বামীর মোবাইল ফোনে প্রেরণ করে।এতে সংসার ভাঙার উপক্রম হলে একই বছরের ২৭ নভেম্বর চন্দ্রগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভিকটিম। এ ঘটনায় ২০২১ সালের ২০ এপ্রিল পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই