৩ মার্চ, ২০২৩ ১১:০৮

মোটরসাইকেলে নববধূকে নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্বামীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মোটরসাইকেলে নববধূকে নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্বামীর

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে নববধূকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় শামীম হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোনিয়া খাতুন (১৮) ও তার ভাবি শেফালী খাতুন (২২) আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার হিজলগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। আহত শেফালি নববধূ সোনিয়া খাতুনের ভাই সজীব মিয়ার স্ত্রী।

স্বজনদের বরাত দিয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর জানান, গত শুক্রবার ডিহি-কৃষ্ণপুর গ্রামের সোনিয়া খাতুনের সঙ্গে শামীমের বিয়ে হয়। শামীম বিয়ের পর তাঁর শ্বশুরবাড়ি ডিহি-কৃষ্ণপুর গ্রামে ছিলেন। সেখান থেকে নিজের ও শ্যালকের স্ত্রীকে নিয়ে বলদিয়া বিশ্বাসপাড়া এলাকায় বেড়াতে যান। হিজলগাড়ি এলাকায় কেরু কোম্পানির খামারের কাছে পৌঁছালে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই রাস্তার ওপরে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামীমকে মৃত ঘোষণা করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর