৬ মার্চ, ২০২৩ ১৭:১৪

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারী মারা গেছেন। নিহতের নাম-পরিচয় পাওয়া যায় নি। এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা-রাজশাহী রেল লাইনের গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া তিতাস গ্যাস অফিসের পিছনে ট্রেনের কাটা পড়ে এক যুবতী মারা যায় হয়।

এলাকাবাসী নিহতের লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজাউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই শহিদুল ইসলাম বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর। ধারণা করা হচ্ছে রেললাইন অতিক্রম করার সময় কেনো এক ট্রেনের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। আমরা নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর