১০ মার্চ, ২০২৩ ১৭:১৫

গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

একটি র‌্যালি বের করা হয়

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারি ও সিপিপির বিভিন্ন ইউনিটের কর্মীদের অংশগ্রহণে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-প্রকৌশলী এমএম আসাদুজ্জামান, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর