ভোলার চরফ্যাশন উপজেলায় দুলারহাট এলাকায় তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই। শনিবার উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ৭নং ওয়ার্ডে বিকাল ৫টার দিকে কালু মাতাব্বর বাড়িতে রান্না ঘর থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই। ঘর থেকে কোন মালামাল উদ্ধার করা যায়নি।
বিডি প্রতিদিন/এএম