ঢাকার ধামরাইয়ের পৌর শহরের গার্লস স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে কৌশলে বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা ছাত্রী সোমবার মামলা করলে ধামরাই থানা পুলিশ ধর্ষক তারেক হোসেনকে (২৬) গ্রেফতার করে। সে পৌর শহরের লাকুরিয়াপাড়ার সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, ধামরাই গার্লস স্কুলের এক ছাত্রীকে কিছুদিন পূর্বে বিয়ের প্রস্তাব দেয় তারেক হোসেন। রবিবার তার বোনকে দেখাবে বলে ওই ছাত্রীকে সুকৌশলে বোনের বাসায় ঢেকে নেয়। কিন্তু বাসায় তার বোন না থাকায় ওই ছাত্রী চলে আসতে চাইলে তারেক বাসায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সারাদিন আটকিয়ে রেখে রাত ৮টার দিকে তাকে বিভিন্ন হুমকি দিয়ে ছেড়ে দেয়। রবিবার রাতে ভিকটিম ধামরাই থানায় গিয়ে অভিযোগ দিলে সোমবার পুলিশ মামলা নিয়ে সোমবার ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
ধর্ষিতা ছাত্রী বলেন, আমাকে তারেকের বোনের বাসায় আটকে রেখে ধর্ষণ করেছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি তার শাস্তি দাবি করছি।ধামরাই থানার এস আই রাসেল ফকির বলেন, মূল আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকেও মেডিকেল পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ