আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ভালুকায় র্যালি ও মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখা। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ভালুকা প্রেসক্লাব চত্বর থেকে র্যালি বের হয়ে সদর হাসপাতাল সড়কে খিরু নদীর পাড়ে মানববন্ধনে মিলিত হয়।
ভালুকা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া খিরু নদী ও লাওতি খাল খনন কাজে অনিয়ম ও দুর্নীতি বন্ধসহ নদী পাড়ের কৃষকদের ধানের জমিতে মাটি ভরাট, উঠতি বোরো ধানের ক্ষতি, সরকারি খাস জমি বাজাইল বিল থেকে মাটি কেটে দ্বি-ফসলি জমি ও গোয়ারী গ্রামে গারইল বিল জলাশয়টি ভরাট বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভালুকা শাখার আহ্বায়ক আশাফুল হক জর্জ, সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান ও আশরাফ উদ্দিন, আব্দুর রশিদ রতন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য প্রভাষক আফতাব উদ্দিন, এ আর এম শামছুর রহমান লিটন, লুৎফর রহমান চৌধুরী ও মাহমুদা সুলতানা মুন্নি প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই