বান্দরবানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বুধবার সকালে স্থানীয় কালেক্টরেট সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ শীর্ষক এ আলোচনা সভার সভাপতিত্ব করেন বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান। দিবসটি উপলক্ষে ডিজিটাল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, ভোক্তা অধিকার সংগঠন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল