ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে (ভীষণ -৩) কর্মরত এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পাশে ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রমিকের নাম নূর ইসলাম (৩৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার পরানপুর বেলে মাঠ পাড়া মহল্লার মৃত মনখুশি মিয়ার ছেলে।
নূর ইসলামের স্ত্রী শিরিনা বেগম জানান, গত ৯ মাস আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে শ্রমিক হিসেবে তার স্বামী চাকরিতে যোগদান করেন। তাদের নয় বছর পূর্বে বিয়ে হয়েছিল। তাদের সংসারে জান্নাতুল (৮) ও তাসলিম (৩) নামে দুটি মেয়ে রয়েছে।
তিনি আরো জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তার স্বামী বাড়িতে বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। রাত দশটার দিকে তার স্বামীর সঙ্গে তার কথা হয়। তখন তিনি জানান, তিনি পাওনা টাকা নিতে কারো সঙ্গে দেখা করতে এসেছেন। টাকা পেলে বুধবার তার বাড়ি যাওয়ার কথা। রাত একটার দিকে তার স্বামীকে কল দিলে তিনি জানান, তিনি বিপদে রয়েছেন। এ সময় কন্যাদের সঙ্গে তিনি কথা বলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তিনি অভিযোগ করে বলেন, তার স্বামীকে শত্রুতামূলক কেউ মেরে ফেলেছে।
নিহত নুর ইসলামের মা নুরজাহান বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে মরতে পারে না। তাকে কেউ মেরে ফেলেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা, তা জানা যাবে। রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। লাশের পা মাটিতে ছিল। তবে শরীরে আঘাতের চিহ্ন নেই।
বিডি প্রতিদিন/এমআই