১৫ মার্চ, ২০২৩ ২০:০৫

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

ফুলপুর প্রতিনিধি

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা পৌনে ৩ টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, দ্রুতগামী তেলবাহী একটি লরি রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কামাল কাড়াহা গ্রামের মৃত খেজমত আলী ও মৃত হামিদা খাতুনের ছেলে।
এ ঘটনায় রিকশার যাত্রী উপজেলার রূপসী ইউনিয়নের বিহারাঙা গ্রামের আব্দুল আজিজ (৩৬)  গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর