'নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
অতিরিক্ত জেলা প্রশাসক দিপক কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক শেখ মো: সোহেল, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক কামরুজ্জামান সোহেল, ক্যাবের সভাপতি শেখ ফয়েজ আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম