বাগেরহাটের শরণখোলায় পূর্ব শত্রুতার জের ধরে আবুল কালাম নামে এক কৃষকের বিপুল পরিমাণ সূর্যমুখী গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার সাউথখালী গ্রামে।
ক্ষতিগ্রস্থ কৃষক আবুল কালাম জানান, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহায়তায় ৬৬ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করি। ফলনও ভালো হয়েছে। আর কিছু দিন পরই ফুল থেকে বীজ সংগ্রহের কথা। এই অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা খেতে ঢুকে দুই শতাধিক সূর্যমুখী গাছ কেটে ফেলেছে। এতে তার অনেক ক্ষতি হয়েছে।
শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান, কৃষি অফিসের সার্বিক সহায়তায় কৃষক আবুল কালাম তার ৬৬ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করেন। গত রাতে ওই কৃষকের দুই শতাধিক সুর্যমুখী গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কৃষকের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম