শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জয় বাংলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জমজমাট এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য।
জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত ও সিনিয়র সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য।
আয়োজক সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতার মাস উপলক্ষে এই আয়োজন। জেলার মোট আটটি দল একে অপরের মুখোমুখি হবে। আজ উদ্বোধনী খেলায় শেরপুর জেলা পুলিশ দল বনাম নালিতাবাড়ি উপজেলা দল অংশ গ্রহণ করে। খেলা ও উদ্বোধনী অনুষ্ঠান দেখতে অসংখ্য মানুষ ভিড় করেন।
বিডি প্রতিদিন/এমআই