গাজীপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে চাপা পড়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন হরিনাচালা পারিজাত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলালী বেগম (৩০) রংপুরের পীরগাছা থানা এলাকার দোয়ালেরচর এলাকার মহসীন আলীর স্ত্রী। তিনি গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ির মেঘামার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, বুধবার বিকেলে সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন হরিনাচালা পারিজাত এলাকায় তারেক হাসান সেলিম ভান্ডারীর নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। ক্রেন দিয়ে নিচ থেকে উপর দিকে উঠানোর সময় হঠাৎ ক্রেনের ক্যাবল (তার) ছিঁড়ে নিচে থাকা শ্রমিক দুলালী বেগমের উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে দুলালী বেগমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ