নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাকে আটক করেছে শিবপুর থানা পুলিশ। বুধবার উপজেলার পুবেরগাঁয়ে তার ড্রাগন বাগান থেকে থানা পুলিশ তাকে আটক করে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুুর থানা পুলিশ। পুলিশ জানায়, নরসিংদী-৩ (শিবপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তাকে আটক করা হয়েছে।
আরিফুল ইসলাম মৃধা আবদুল মান্নান ভুইঁয়া পরিষদের সদস্য সচিব ও উপেজলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত কয়েক বছর ধরে তিনি রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয় ছিলেন।
বিডি প্রতিদিন/এএ