রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মুক্তি মহিলা সমিতির নির্মাণাধীন একটি ঘরের মেঝেতে মাটি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ নিহতা ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পারেনি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খুন হওয়া যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টা পর্যন্ত মুক্তি মহিলা সমিতি ও গণস্বাস্থ্যের দুইজন নিরাপত্তাকর্মী ডিউটি পালন করেন। এরপর তারা ঘুমাতে যায়। সকালে মুক্তি মহিলা সমিতির নিরাপত্তাকর্মী রিপন নির্মাণাধীন ঘরের দেয়ালে পানি দিতে যায়। এ সময় ঘরের মেঝেতে একটি হাতের কব্জি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তার পুলিশ মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন বলেন, মরদেহ উদ্ধারের সময় তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। নিশ্চিত ধারণা করা হচ্ছে একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ