দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মাহদীপুর ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম বৃহস্পতিবার শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এই ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারীর সময় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মাহদীপুর ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন