নাটোরের গুরুদাসপুর পৌর শহরে প্রকাশ্য দিবালোকে হেলাল সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চাঁচকৈড় ট্রাক ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান পরিবহন ইউনিয়ন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে ২ ঘণ্টাব্যাপী পৌর শহরে আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম মুন্সি, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন, পৌর ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, বিলচলন শহিদ সামসুজ্জোহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সোহান, নিহত হেলালের মা হেনা বেওয়াসহ তার স্বজন, শ্রমিক নেতা, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিরা। বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস দলীয় নেতা-কর্মীদের অসহায় পরিবারটির পাশে থাকার আহ্বান জানিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল