বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা হলো দৈবজ্ঞহাটি ইউনিয়নের খালকুলিয়া গ্রামের ইসমাইল খানের ছেলে ইমরান খান (২৬) ও খালকুলা গ্রামের খালেক ফরাজির ছেলে আলিম ফরাজি (৩৫)।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
অভিযানে থাকা ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় ইমরান খানকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে আরও ১০ পিস ইয়াবা পাওয়া যায়।
অভিযানে আটক হওয়া অপর যুবক খালকুলিয়া গ্রামের খালেক ফরাজির ছেলে আলিম ফরাজি (৩৬)। তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আলিমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ইমরানকে ২০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল