ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আলোচিত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত আট মামলার মধ্যে একটির রায় ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ পারভেজ নাসিরগর উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার পুরাতন দুর্গা মন্দিরে অগ্নিসংযোগের মামলায় ১৩ জনকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই হাজার টাকা করে জারিমানা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল