বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী প্রধান সড়কে রকিবুল ইসলাম রিজন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার বিকালে হামলায় গুরুতর আহত রিজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন স্থানীয় চিকিৎসকেরা।
আহত রিজন বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের পূর্ব ইছাকাঠীর নুরুল ইসলাম খানের ছেলে এবং বরিশাল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। আহতের বোন টুম্পা জানান, গত বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে রিজন বাইক নিয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পথিমধ্যে ইছাকাঠী প্রধান সড়কে স্থানীয় যুবলীগ নেতার ছেলে রিওন ও একই এলাকার শিহাবের নেতৃত্বে একদল কিশোর সন্ত্রাসী রিজনকে চাপাতি ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। হামলায় রিজনের শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
এ বিষয়ে বিএমপির বিমানবন্দর থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, হামলার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
বিডিপ্রতিদিন/কবিরুল