কক্সবাজারের টেকনাফের নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে ৩২৬ ক্যান বিয়ার এবং ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিজিসি স্টেশন টেকনাফ কর্তৃক নাফনদীর প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোচকার খাল সংলগ্ন প্যারাবন এলাকায় ঝোপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাতটি বস্তা পাওয়া যায়।
পরে বস্তাগুলো তল্লাশি চালিয়ে আন্দামান গোল্ড বিয়ার ৩২৬ ক্যান এবং ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত বিয়ার ও কারেন্ট জালের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দকৃত বিয়ারগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই