কিশোরগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার জাকারিয়া ওরফে জাকু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব চরকরণশী দুইআনিপাড়া গ্রামের মস্তুফার ছেলে।
র্যাব সূত্র জানায়, ২০০৪ সালের জুলাই মাসে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ সংক্রান্ত একটি মামলা হয়। আদালতে বিচার শেষে এ মামলার প্রধান আসামি জাকারিয়া ওরফে জাকুর যাবজ্জীবন সাজা হয়। সাজা থেকে বাঁচতে দীর্ঘদিন তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি এলাকায় তার অবস্থান নিশ্চিত করে।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম এম সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি দল খালিয়াজুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম এম সবুজ রানা বৃহস্পতিবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই