নাটোরের সিংড়া থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৬ যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে উপজেলার শেরকোল ও পুঠিমারী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকরা হলেন-তারেক রহমান (২০), উজ্জল আলী (২৫), আজিজুল হক (২৮), মাসুম আলী (২২), শাহ গোলাপ (২৫) ও সাগর আলী (২৩)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের সদস্যরা শেরকোল বাজার ও পুঠিমারী বাজারে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করার অপরাধে ছয়জনকে গ্রেফতার করা হয়।
এসময় ছয়টি সিপিইউ, ১৪টি হার্ডডিক্স, ছয়টি মনিটর, ছয়টি কি-বোর্ড, ছয়টি মাউস ও ১৭টি কম্পিউটার ক্যাবল জব্দ করা হয়েছে।
ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই