জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ৮টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
পর্যায়ক্রমে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, থানার ওসি মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ ছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, সরকারি বালিকা বিদ্যালয়, অম্বিকাচরণ লাহা পাইরট উচ্চ বিদ্যালয়, মডের সরকারি প্রথমিক বিদ্যালয়, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মোনাজাত, বিশেষ খাবার পরিবেশনসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা আওয়ামী লীগের ও সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসুচি পালন করছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন