ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনকে (২৮) ছুরিকাঘাত করেছে দুবৃত্তরা। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার পৌর এলাকার গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গৌরীপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতের বিষয়টি আমরাও শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ আসেনি। শুনেছি পাভেল নামের একজন পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে।
মোফাজ্জল হোসেনের বড় ভাই উজ্জ্বল অভিযোগ করে বলেন, ঘটনার কিছুক্ষণ আগে আমার ভাই আমাকে ফোন দিয়ে জানিয়েছিল সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছেলে সাদ্দাম ও পাভেল তার ওপর হামলার চেষ্টা করছে। এমন খবরে আমি ঘটনাস্থলে আসার আগেই তারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
তিনি আরও জানান, গত কয়েকদিন আগে স্থানীয় আওয়ামী লীগের প্রস্তুতি সভায় আমার বাবার (হযরত আলী চেয়ারম্যান) ওপর প্রকাশ্যে এই সন্ত্রাসীরা হামলা করেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ আসামিদের ধরছে না। এখন ওই আসামিরাই আমার ভাইকে হত্যার চেষ্টা করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল