১২ এপ্রিল, ২০২৩ ০৩:৫৮

৬ মাসের সাজা এড়াতে ১৫ বছর পলাতক

অনলাইন ডেস্ক

৬ মাসের সাজা এড়াতে ১৫ বছর পলাতক

ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে আলী হোসেন মাসুদ নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০০৮ সালের সেনবাগ থানার একটি চুরির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ১৫ বছর পলাতক ছিলেন। গ্রেফতার মাসুদ ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর লালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, ২০০৮ সালে চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন মাসুদ। পরে তিনি আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। ২০২২ সালের ১৫ ডিসেম্বর ওই মামলায় তার বিরুদ্ধে ৬ মাসের সাজা ঘোষণা হয়। জামিন নেওয়ার পর থেকেই গ্রেফতার এড়াতে মাসুদ বারবার স্থান পরিবর্তন করতে থাকে।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার তাকে নোয়াখালীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর