২৬ এপ্রিল, ২০২৩ ১২:০৪

মাগুরার মহম্মদপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মোহাম্মদপুর ফুটবল একাদশের বিপরীতে চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে মাগুরা সদর উপজেলার আলমখালির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোলাম মোস্তফা স্মৃতিসংসদ। 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। খেলায় মোহাম্মদপুর একাদশ ৩-১ গোলের ব্যবধানে গোলাম মোস্তফা স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। 

এ সময়  উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, আছাদুজ্জামান স্পো্র্টস একাডেমির সভাপতি শেখ ফরিদুর রহমান, সাবেক জাতীয় ফুটবলার ও ক্রিড়া সংগঠক জিল্লুর রহমান লাজুক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শওকতু্জ্জামান শৈকতসহ বিভিন্ন পর্যায়ের দর্শক।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর