১৪ মে, ২০২৩ ১৭:০৫

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় আয়ান হোসেন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়ান আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের ওল্টু বিশ্বাসের ছেলে এবং রোয়াকুলি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আয়ান তার বাইসাইকেল নিয়ে বাড়ির অদূরে রাস্তা পার হচ্ছিলো। এ সময় পিছন দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আয়ান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বালুবোঝাই একটি ট্রাক স্কুল ছাত্র আয়ানকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর