বরগুনায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ এসময় তাকে রক্ষা করতে গেলে তার ভাইকেও কুপিয়ে জখম করা হয়। শনিবার (১৩ মে) রাতে পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় এ ঘটনা ঘটে। আজ পাথরঘাটা থানায় ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
অভিযুক্ত হলেন একই এলাকার খানজাহান আলীর ছেলে মঞ্জু। ঘটনার পর থেকে অভিযুক্ত দু’জনই পলাতক রয়েছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তার স্বামী প্রবাসে থাকেন। তিনি তার বাবার বাড়ির কাছেই ঘর তুলেছেন এবং সেখানেই বসবাস করছেন। শনিবার সন্ধ্যা রাতের দিকে প্রতিবেশী মঞ্জু তাকে ডেকে ঘরে উঠেন এবং ধর্ষণ করেন।
ভুক্তভোগীর ভাই বলেন, বোনের ডাকচিৎকার শুনে আমি আমার ঘর থেকে দৌড়ে গিয়ে মঞ্জুকে ধরে ফেলবো এমন সময় সে তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কোপ দিলে আমি আহত হয়ে পড়ে যাই। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে নেয়।
তিনি আরও বলেন, মঞ্জুর সঙ্গে আরও কয়েকজন লোক এসেছিল। যারা মঞ্জুকে সহযোগিতা করেছে। তাদের বিরুদ্ধেও থানায় অভিযোগ দেয়া হয়েছে।
পাথরঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/হিমেল