কক্সবাজারের টেকনাফ থানাধীন হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ মোঃ জলিল (৫৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হারিয়াখালী এলাকায় কতিপয় দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে সর্বমোট ৪০০ গ্রাম গাঁজা, ১টি রামদা, ১টি দা, ১টি ছোট চাপাতি ও ২টি ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিস্তারিত পরিচয় উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়ারখালীর মৃত মোক্তার আহমদের ছেলে মোঃ জলিল (৫৪) এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে আটক আসামির কাছ থেকে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটক ও পলাতক আসামিরা পরস্পরের সহায়তায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা ও দেশীয় অস্ত্র টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত দেশীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্য গাঁজাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত দেশীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্য গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ