২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের নার্স সবিতা রানীর উপর হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, গত ১ মে নার্স সবিতা রানীর শহরের পানির ট্যাংকি এলাকার বাসায় এক দুর্বৃত্ত প্রবেশ করে গলায় চাকু ধরে গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকাসহ শ্লীলতাহানি করে চলে যায়, যা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট ধরা পরে। ঘটনার পরদিন ২ মে সবিতা রানীর স্বামী চয়ন বাড়ই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু ঘটনার ২০ দিন পার হয়ে গেলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
বক্তারা আগামী ৩ দিনের ভেতর হামলাকারীকে গ্রেফতার করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন।
হামলার শিকার সবিতা রানী জানান, আমার বাড়ি অন্য জেলায়। এ জেলায় আমি চাকরির সুবাধে বসবাস করছি। কিন্তু হঠাৎ করে এমন ঘটনায় আমিসহ আমার পরিবার হতভম্ব। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমিসহ আমাদের সহকর্মীদের দাবি দ্রুত যেন আমার উপর হামলা ও শ্লীলতাহানিকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অপরাধ করে কেউ ছাড় পাবে না।
বিডি প্রতিদিন/এমআই