ময়মনসিংহের ফুলপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। রবিবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার সিংহেশ্বর ও ভাইটকান্দিসহ বিভিন্ন এলাকায় হালকা শিলাবৃষ্টিসহ ঝড় তুফান বয়ে যায়। এতে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা গ্রামের ভ্যানচালক লিয়াকত আলীর থাকার ঘর ও ভাইটকান্দি পাগলার (বিসমিল্লাহর) মোড়ে অনেকের ঘরবাড়ি ভেঙে লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান রাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হন। সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা গ্রামসহ বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত ভ্যান চালক লিয়াকত আলীকে প্রাথমিকভাবে চাল, ডাল ও শুকনো খাবারসহ নগদ ১ হাজার টাকা প্রদান করেন এবং ভবিষ্যতে আরও তাদের প্রতি সুদৃষ্টি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এসময় তার সাথে সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।