বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ।
সোমবার সকালে শহীদ রফিক সড়কে বিক্ষোভ শেষে আদালত চত্বরে সমাবেশ করে আওয়ামী লীগ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াতকে আগামীতে প্রতিহত করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল